দিনাজপুরের বিরলে বিদ্যুতের সট সার্কিট
থেকে আগুন লেগে ১ টি বাড়ি ও ৩ টি
ইলেকট্রনিক্স দোকান ঘর পুরে ছাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৩ টার
দিকে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে
হঠাৎ করে জাহাঙ্গীর টেলিকম দোকান ঘরে
আগুন লাগে। রাতে নৈশ প্রহরী আগুন
দেখতে পেরে দিনাজপুর ফায়ার সার্ভিসে
খবর দেন। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট
এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লেগে ১
টি বাড়ি, ৩ টি দোকানসহ কয়েক লক্ষাধীক
টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। তবে
আগুনের সুত্রপাত বিদ্যুতের সট সার্কিট
থেকে বলে স্থানীয়রা জানিয়েছেন