বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে আটক শকুনটি বন বিভাগের নিকট হস্তান্তর

বিরল প্রতিনিধি : বিরলের পল্লীতে বিরল প্রজাতির একটি শকুন আটক করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বন বিভাগের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী।
সোমবার সকালে উপজেলার রাণীপুকুর ইউপি’র বিষ্ণপুর পূর্বপাড়া এলাকা হতে প্রায় ১০ ফুট দীর্ঘ পালকের অধিকারী শকুনটি আটক করে এলাকার শহিদুলের পুত্র কুদ্দুস এবং এলাকার তরুণ যুবক নুর ইসলাম ও মুরুল। প্রেস কাব এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শকুনটি সংরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তপে কামনা করলে তিনি দিনাজপুর সামাজিক বন বিভাগে সংবাদ দেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. অমল কুমার রায় শকুনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুমের মাধ্যমে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগী কর্মকর্তা মোঃ আলী কবীরের প্রেরীত প্রতিনিধি আবুল কালাম আজাদের নিকট শকুনটি হস্তান্তর করা হয়।

Spread the love