বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বিরল প্রতিনিধি : জন সম্পৃক্ততার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় সেসাইটি ফর উদ্যোগ সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা’র সহযোগিতায় বিরলের রাণীুকুর ইউপি’র মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০১৪ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নারী-শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ফারুক আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা। স্বাগত বক্তব্য রাখেন- উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নেহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আব্দুল মোতালেব, প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, ইউপি এ্যাডভোকেসী সংগঠনের সভাপতি মিনারা বেগম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বিষ্ণপুর ভাওভ্রী ফোরামের সভাপতি মাহফুজা বেগম, ইউপি সদস্য রাজা দশর- চন্দ্র রায়, উদ্যোগ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, মনিটরিং কর্মকর্তা অম্বরিশ চন্দ্র দেব শর্মা, প্রোগ্রাম ফ্যাসিলেটেটর আলিমা বেগম, পিএফ শবে কদর বানু, জেসমিন ফেরদৌস, আল আমিন, মীর মোঃ মোশারফ, মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিকেলে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Spread the love