বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : বিরলে ভান্ডারা ও রাণীপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পৃথক পৃথকভাবে শীতার্থদের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল হতে প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ভান্ডারা ইউপি আওয়ামীলীগের কার্যালয়ে ইউপি আ’লীগ সভাপতি মামনুর রশীদের সভাপতিত্বে উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু শ্রী রমা কান্ত রায় প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক শামু, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র, যুবলীগ সভাপতি জামরুল ইসলাম, আওয়ামীনেতা নেতা একরামুল হক ছুটকু উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাণীপুকুর ইউপি আওয়ামীলীগ কার্যালয়ে সাবেক ইউপি আ’লীগ সভাপতি তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, বিশেষ অতিথি ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক খিতিশ চন্দ্র সরকার, যুবলীগ সভাপতি কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা ডা. মোদন মোহন, ডা. আব্দুর রউফ, রাজা দশরত মেম্বার প্রমূখ। প্রতিটি ইউনিয়নে দুইশত শীতার্থ ব্যক্তির মাঝে কম্বল প্রদান করা হয়।

Spread the love