বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ইমামদের সাথে যক্ষ্মা বিষয়ক সভায় ডাঃ জাহিদুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি : গতকাল বুধবার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত ইমামদের সাথে যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এ. এস. এম জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ মনছুর আলী। যক্ষ্মা বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন আঞ্চলিক প্রতিনিধি (দিনাজপুর অঞ্চল) মোঃ কাওসার উদ্দীন। মুক্ত আলোচনায় অংশ নেন ইমাম আব্দুস সামাদ ও মোঃ রমজান আলী। প্রধান অতিথি বলেন বাংলাদেশে প্রতি বছর প্রতি লাখে কফে জীবাণু যুক্ত নতুন যক্ষ্মা রোগীর হার ১০০ জন এবং প্রতিবছর প্রতি লাখে যক্ষ্মার মৃত্যুর হার ৫১ জন। বর্তমানে যক্ষ্মা রোগ নির্মল করা সম্ভব হয়েছে ডটস্ পদ্ধতির মাধ্যমে। যেহেতু ইমামরা ধর্মীয় নেতা সেহেতু  যক্ষ্মা মুক্ত দেশ গড়তে ইমামদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

Spread the love