শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে উদ্যোগের দিনব্যাপী কর্মশালা

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ বিরলে সোসাইটি ফর উদ্যোগ সংস্থার আয়োজনে জনসম্পৃক্ততার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প অফিসে গত বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সাথে সোশ্যাল গ্রুপের সদস্যদের সমন্বয় বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও সোসাইটি ফর উদ্যোগ সংস্থার আয়োজনে জনসম্পৃক্ততার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুর রজ্জাক এর সঞ্চালনায় কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জাহিদুল ইসলাম, মেডিক্যাল অফিসার রামিম ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মইনুল হক, সেবিকা সামসুন্নাহার প্রমুখও বক্তব্য রাখেন। কর্মশালায় ৬টি ইউনিয়নের সোশ্যাল গ্রুপের সদস্যগনসহ উদ্যোগের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় স্বাস্থ্য, শিক্ষা, নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে নারীদের ঐক্যবদ্ধ হয়ে নারীদেরকেই প্রতিরোধ গড়ে তুলার আহবান করেন।