
রোববার দিনব্যাপী সোসাইটি ফর উদ্যোগ সংস্থার বিরলস্থ কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা’র সহযোগিতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- সোসাইটি ফর উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নেহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান রনি, সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চারু গোপাল রায়, ইউপি চেয়ারম্যান শহিদূর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হক শামু, সাধারণ সম্পাদক আতিউর রহমান, ইউপি সচিব আবু সাদাত, আব্দুর রউফসহ ভাওভ্রী ফোরাম ও ইউনিয়ন এ্যাডভোকেসী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।