
আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : সোমবার সকালে বিরল থানার গোলচত্বরে সার্ভিস ডেলিভারী সেন্টারে পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সুষ্টি প্রকল্পের আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির আর্থিক সহযোগিতায় উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সরকার, পরিদর্শক (তদন্ত) সরেস চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলেটেটর শাহীন আকতার, ফিল্ড ট্রেইনার আজিজা খাতুন, বিরল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এরফানুল হক মিঠু, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ উপজেলা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় কমিটির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।