আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় উপজেলার ভান্ডারা ইউপি’র বেতুড়া গ্রামের বজলুর রশীদের কন্যা চলতি এসএসসি পরীক্ষার্থী বিলকিস আক্তার (১৬) ছোট ভাই সাইফুলের শয়ন ঘরের বাঁশের সরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ পেটের পীড়ায় আক্রান্ত ছিল। পেটের ব্যাথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।