দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এক গৃহবধুর অপমৃত্যু হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।
জানা গেছে, উপজেলার পৌর এলাকার হুসনা গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী মাজেদা আকতার শেফালী (২০) স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হলে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে নিহতের পিতা মোজাম্মেল হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।