আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলার পৌরশহরের বিরল নয়া মেলা নামক স্থানের মৃত হিরা ওরফে ঘেরুর পুত্র মানিক এর স্ত্রী শরিফা দীর্ঘদিন পর পিত্রালয়ের লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলার পর অভিমান করে শয়ন ঘরের বর্গার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সোমবার সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা করে। স্মামীর পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত ঘৃহবধূ ব্রাম্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার নামরাইল ইউপি’র সেন্দা গ্রামের আবুল হোসেন এর কন্যা ছিলেন। নিহতের পারিবারীক সূত্রে জানা গেছে, পরিবারসহ ঢাকা শহরে বসবাস করা কালীন ৬/৭ মাস পূর্বে প্রেমের টানে নিহত শরিফা মানিকের সাথে বিরলে এসে সংসার করছিল।