সুবল রায়, বিরলঃ দিনাজপুরের বিরলে ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে থানা চত্বরে শালিস বসিয়ে প্রকাশ্য এক হিন্দু গৃহবধূর ইজ্জতের মুল্য ৫২ হাজার টাকা নির্ধরণ করে ২০ ঘন্টা পর ধর্ষককে থানা হাজত থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ইউপি সদস্য রাজা দশরথ, আওয়ামীলীগনেতা সহ বিভিন্ন নেতৃদের শালিশীতে এঘটনায় ধর্ষিতার স্বামী বিয়ের সম্পর্ক ছিন্ন করায় ধর্ষিতা গৃহবধু পিতার বাড়ীতে আশ্রয় নিয়েছে।
জানাগেছে, গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার রাণীপুকুর ইউপি’র বরাহ নগর গ্রামের আব্দুস ছালামের বখাটে পুত্র মহিদুর (১৮) একই ইউপি’র হালজায় গ্রামের এক হিন্দু গৃহবধূ (২০)’র ঘরে প্রবেশ করে ঐ গৃহবধুকে ইচ্ছার বিরম্নদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে ধর্ষিতার স্বামীসহ এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক মহিদুরকে আপত্তিকর অবস্থায় আটক করলে গত বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এলাকার জনপ্রতিনিধিসহ একটি স্বার্থন্বেষী মহল বিষয়টি ১ লক্ষ টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চালালে ঐ সময় বিরল থানার এসআই আশরাফুলসহ সংগীয়ফোর্স পিকআপ ভ্যাননিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক ও ধর্ষিতাকে থানায় নিয়ে আসে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এব্যপারে থানায় কোন মামলা হয়নি। শুক্রবার দুপুরে এসআই আশরাফুলের নের্তৃত্বে বিরল থানা চত্বরে একটি শালিশ বৈঠক বসানো হলে গৃহবধূ ধর্ষিতার ইজ্জতের মুল্য ৫২ হাজার টাকা নির্ধারন করে প্রায় ২০ ঘন্টা পর ধর্ষক মহিদুলকে থানা হাজত থেকে ছেড়ে দেয়া হয়। এদিকে ধর্ষিতাকেও ২০ ঘন্টা ধরে থানায় রাখা হলেও তার কাছ থেকে কোন মামলা নেয়া হয়নি এবং তাকে কোন ডাক্তারী পরীক্ষা করানো হয়নি বলে ধর্ষিতার পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এবিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টির ব্যাপারে এসআই আশরাফুল সব জানেন। এসআই আশরাফুল জানান, থানায় শালিস বৈঠকের মাধ্যমে ধর্ষকের পক্ষ থেকে ধর্ষিতাকে নগদ ৫২ হাজার টাকা নিয়ে দিয়ে ধর্ষককে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ ও স্বার্থন্বেষী মহলের কারণে ধর্ষক ছাড়া পাওয়ায় ক্ষিপ্তহয়ে ঐ শালিস বৈঠকে সাথে সাথে ধর্ষিতার স্বামী কুথার চন্দ্র এফিডেফিটের মাধ্যমে ধর্ষিতাকে ডিফোর্স দেয়ার ঘোষণা দিলে তার কাছ থেকেও ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয় এবং ঐ ধর্ষিতাকে রাঙ্গণ গ্রামের তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন উঠেছে পুলিশ আইন জানেনা না-কি আইনের ব্যবহার জানেনা। যদি আইন জেনে থাকে তা হলে একটি ধর্ষণ ঘটনায় আসামীকে ২০ ঘন্টা থানা হাজতে আটক রাখার পর টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হলো কেন? আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে শালিস বৈঠকে প্রকাশ্য ঐ গৃহবধূর ইজ্জতের মুল্য ৫২ হাজার টাকা নেয়া হলো কেন? এব্যাপারে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন দ্রম্নত ব্যবস্থা চেয়ে উর্দ্ধোত্বন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।