সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র আয়েজনে বিরলে বিশ্ব খাদ্য দিবস-২০১৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও শিশুদের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা, বিরল এডিপি’র প্রোগ্রাম অফিসার মি. রিচার্ড তাপস দাস, প্রজেক্ট অফিসার (কৃষি) কৃষিবিদ মি. প্রকাশ চন্দ্র রায়, ট্যাকনিক্যাল অফিসার (শিক্ষা) ডমিনিক রিবেক, স্বাস্থ্য ও পুষ্টি অফিসার ডা. নিয়াজ মাহমুদ, প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে বিকালে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যকার একটি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।