
দিনাজপুরের বিরলে আজ বৃহস্পতিবার বিকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বিনা মুল্যে উপকার ভোগী পরিবার সদস্যদের মাঝে ভ্যান বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এডিপি ম্যানেজার সুজিত কস্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভ্যান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনম বজলুর রশীদ কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম। মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, এডিপির প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস, লাজারুম কিস্কু, কৃষিবিদ পলাশ চন্দ্র রায়, ফাইন্যান্স অফিসার পলাশ রায়, বাংলাদেশ পুজা উদযাপন উপজেলা শাখার প্রচার সম্পাদক ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি সুবল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার মোট ৬৩ টি পরিবারের মাঝে বিনামুল্যে ভ্যান বিতরণ করা হয়।