
দিনাজপুর প্রতিনিধি : কবরস্থান ও মন্দিরের জায়গা দখলদারদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের বিরলের বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদুল হক (সাইদুর রহমান)।
আজ শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেছেন।
তিনি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তবে বলেন, আমাদের বিজোড়া গ্রামে বিজোড়া বম্বালডাঙ্গা জামে মসজিদ এবং তার পার্শ্বে ৫৭ শতক এলাকা জুড়ে একটি কবরস্থান যেখানে কিছু আম গাছ, জঙ্গলী গাছ ছিলো ও ৪ শতক এলাকা জুড়ে একটি মন্দির ছিল। ৮/৯ বছর আগে একই স্থানের বাসিন্দা মমিন (হাজি) (বর্তনানে ঢাকায় অবস্থানরত) সেই গাছ কেটে বিক্রয় করে যার মূল্য ছিল আনুমানিক ৫/৬ লক্ষ টাকা। কিন্তু ভয়ে উক্ত গাছ বিক্রয় করার টাকার হিসাব কেউ নেওয়ার সাহস পায় না। উক্ত ৬১ শতক সম্পত্তি নিজের মনে করে খেয়াল খুশি মত কাজ করে আসিতেছে।
উভয় জমির উপর দিয়ে ছিল একটি রাস্তা, সেই রাস্তায় একটি কালভাট ব্রীজ ছিল, নিজের সুবিধার্থে তার নির্দেশেই সেই ব্রীজ ভেঙ্গে রাস্তার কিছু পরিবর্তন ঘটিয়েছে। উক্ত জমির সাথেই ছিল আমার কবালা সূত্রে ৫৬ শতক জমি। উক্ত আমার কবালা খরিদা সম্পত্তির উপর বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া দখল করার বহু ধরণের অপচেষ্টায় লিপ্ত আছে। উক্ত সম্পত্তির মধ্যে ৮শতক সম্পত্তি ভুয়া দলিল এবং জাল মাঠপর্চা সৃষ্টি করিয়া জোর পূর্বক রাতের অন্ধকারে আমার লাগানো ৬টি আম গাছ কাটিয়া ঘর করার চেষ্টায় লিপ্ত আছে। কবরস্থানের গাছ তৎসঙ্গে আমার উক্ত ৬টি গাছ কাটিলে আমি সংঙ্গে সংঙ্গে বিজোড়া ৭নং ইউপি তহশিলদারকে জানাইলে উক্ত বিষয়ে তহশিলদার সাহেব এসে দেখেন ভুমি দূস্যূ মমিনের নির্দেশে দ্রুততার সাথে গাছ কেটে নিয়ে গেছে। জায়গা মাপযোগ করলে আমি লোক মারফত বাধা প্রদান করি। আমার বাধা না মানিলে আমি বাধ্য হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সি,আর,পি,সি আদালতে ১৪৪ ধারা মোকদ্দমা আনায়ন করি। উক্ত মোকদ্দমায় মমিন এবং তার ভাই মকবুল হোসেনকে প্রতিপক্ষ করি। পরবর্তীতে ঘর করার জন্য খুটি গাড়িলে আমি সি, আর, পি, সি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১০৭/১১৪/১১৭(খ) ধারা উক্ত প্রতিপক্ষগণের বিরুদ্ধে আনায়ন করি। উক্ত মোকদ্দমা ২টির নোটিশ পাইলে উক্ত পতিপক্ষগনের দুস্যূ প্রকৃতি রুপ সৃষ্টি হয় এবং পরবর্তীতে আমি বাধ্য হয়ে বিরল সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাঙ্গা এবং ৩৯ অর্ডার ১রুল এবং ১৫১ ধারা মতে অস্থায়ী নিষেধাঙ্গার দরখাসত্ম আনায়ন করিলে মাননীয় আদালত শুনানিঅমেত্ম সন্তুষ্টিক্রমে কাগজপত্রাদি পর্যালচনা করিয়া বিবাদিগণের বিরুদ্ধে কাগজপত্র আনায়নের জন্য আদেশ দেন। এখন পর্যন্ত তারা কাগজ দাখিল করিতে পারেন নাই। মাননীয় আদালতের কাছে বার বার সময় চান। অপর পক্ষে দুস্যূ প্রকৃতি অবস্থায় জমি দখলের কাজ চালিয়ে যেতে থাকে। আইনের প্রতি তার এতোটুকুও শ্রদ্ধাবোধ নাই।
এর পরেও কাজ বন্ধ না হলে বিরল থানার এসআই দেলোয়ার হোসেন পরিদর্শনে এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তিতে আবারো কাজ শুরু করে । আমি অসুস্থ এবং তার কালোহাত ও কালো শক্তিতে দুর্বল। তাই ৭ সেপ্টেম্বর ভূমি মন্ত্রি, ডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব দিনাজপুর), সহকারী কমিশনার ভূমি, বিরল, দিনাজপুর, পুলিশ সুপার, অফিস ইনচার্স বিরল থানা বরাবর স্বারকলিপি প্রদান করি। ২৯ অক্টোবর আবার কাজ শুরু করলে বিরল থানার এসআই দেলোয়ার হোসেনকে জানানো হলে তিনি বলেন, আমি বার বার নিষেধ করা এবং ধরে আনার হুমকি দেওয়া সত্বেও রাতের অন্ধকারে কাজ করে। পরবর্তিতে বিষয়টি থানা ওসিকে জানালে কাজ বন্ধ থাকে। গত ২৬ নভেম্বর রাতের আধারে আবারো টিন ছাওনীর কাজ করে।