দিনাজপুরের বিরলে আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কারিগরী সহায়তা প্রদানসহ কমিউনিটি গ্রুপকে শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা সম্পন্ন হয়েছে। সভাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও ল্যাম্ব-ডাব্লিউ এইচ সি এম প্রজেক্ট এর আয়োজনে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু বাসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল খায়রুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নুর ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার ল্যাম্ব, মাহাতাব উদ্দীন লিটন, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার মি. সুজিত কস্তা, ধামইড় ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নজমুল ইসলাম সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার রূপক মন্ডল, সহযোগীতায় মাসুম আহম্মেদ, রমানাথ রায়।