দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গণমানুষের সংগঠন হামেরা দিনাজপুরিয়ার বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে শুরম্ন হয়েছে সাজ সাজ রব। বিজয়ের মাসে নতুন সাজে এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবার সংগঠনটির আয়োজনে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বিভিন্ন খেলা-ধুলার ছবি সংবলিত পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা বিরল উপজেলা। এছাড়া প্রচার কমিটির তত্ববধানে জরে সরে চলছে মাইকিংসহ প্রচার প্রচারনা। সংগঠনের সভাপতি সাংবাদিক এম.এ. কুদ্দুস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এবার গ্রামীণ ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে থাকছেন, বাচ্চার কান্না, পানির উপর বালিশ পেটানো, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, মাঝারী ছেলেদের কলা গাছে উঠা, নিজের বউ সাজানো, হাড়ি ভাঙ্গা, বাঁশের উপর দিয়ে হাটা, পাঁ দিয়ে লাঠি নিক্ষেপ, ১০০ শব্দের প্রেমপত্র প্রতিযোগিতা, বিবাহিত-অবিবাহিতদের মধ্যে কাবাডি খেলা , দাড়িয়াবান্দা (গাদল), কবিগান, ঢুলিদের বাজনা, আদিবাসিদের খেমটা নাচ ও তীর নিক্ষেপ, মহিষ দৌড়, ষাড়ের লড়াই, বসত্মা দৌড়, গৃহিনীদের ছাগল দৌড়, দল ভিত্তিক ঝুড়িতে বল নিক্ষেপ, শিক্ষক-ছাত্রদের ধাঁধাঁসহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিরব্যাপী অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির মধ্যে ৭ সদস্য বিশিষ্ট অর্থ উপ-কমিটির আহবায়ক আতিউর রহমান, ১১ সদস্য বিশিষ্ট আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক নুরে আলম সিদ্দিকী, ৭ সদস্য বিশিষ্ট সংবর্ধনা ও পুরষ্কার ক্রয় উপ-কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আইবুবুর রহমান, ১৩ সদস্য বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক কামরুজ্জামান কামু, ১৩ সদস্য বিশিষ্ট প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সুবল চন্দ্র রায়, ২৫ সদস্য বিশিষ্ট জনসংযোগ উপ-কমিটির আহবায়ক কানু সরেন, ১৫ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক বিলকিস পারভীন, ৩ সদস্য বিশিষ্ট ধারাভাষ্য উপ-কমিটির আহবায়ক শফিকুল আজাদ মনি, ৭ সদস্য বিশিষ্ট ফলাফল সংগ্রহ উপ-কমিটির আহবায়ক শফিকুল ইসলাম শফিক প্রমূখ। উপ-কমিটি গুলিও সকল কর্মসূচী সফল করতে রয়েছে সার্বক্ষণিক ব্যস্থ। ধারনা করা হচ্ছে প্রতিবারের ন্যায় এবারেরও সংগঠনটির বার্ষিক এ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মিলন মেলায় পরিনত হবে।
বিরলে গণমানুষের সংগঠন হামেরা দিনাজপুরিয়ার বার্ষিক গ্রামীণ ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে
Please follow and like us: