দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মেথ অলিম্পিয়াড অব বাংলাদেশ’র আয়োজনে ও উপজেলা সায়েন্স একাডেমীর সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত উৎসব-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৫ জনকে পুরষ্কার প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম, হলি ফ্যামিলী রেড ক্রিসেন্ট হাসাপাতালের ডা. মানবিন্দু রায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোঃ মামুনুর রশীদ, বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কুতুব উদ্দীন, গণিত ও পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরশাদ আলী, সায়েন্স একাডেমীর স্থানীয় সমন্বয়ক প্রভাষক বিধান কুমার দত্ত ও জাতীয় সমন্বয়ক আনোয়ারম্নল কাদির প্রমূখ উপস্থিত ছিলেন। পরীক্ষা নিয়ন্ত্রণে ছিলেন সায়েন্স একাডেমীর সহযোগী সমন্বয়ক মোঃ সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিপ্রবি’র ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের প্রভাষক মোঃ মোজাফ্ফর হোসেন এবং ডেইরী এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রভাষক মোঃ শাহীন আলম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সায়েন্স একাডেমীর সহযোগী সম্বয়ক নির্বাস চন্দ্র সরকার, লাল্টু সরকার অনুপ, সনাতন রায় প্রমূখ।