বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরলে গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বৃহষ্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

ওযার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র প্রোগ্রাম অফিসার মি. রিচার্ড তাপস দাস এর সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার মি. ডোমেনিক রিবেল এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহমুদ হাসান।

 

Birol-02বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রত্যুষ কুমার চট্টপাধ্যয়, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, বেতুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার প্রমূখ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র কর্ম এলাকার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন ও ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮ জনসহ মোট ৫৩ জন জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা হিসাবে মূল্যবান ক্রেষ্ট এবং বই উপহার দেওয়া হয়।