মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : জেলার বিরল উপজেলার ১১টি ইউনিয়নের ১১০ জন গ্রাম পুলিশের মাঝে সিমসহ মোবাইল সেট বিতরন করেছেন আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধরী। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালিদ মাহমুদ চৌধূরী এমপি।
এ সময় উপজেলার আজিমপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন প্রধান অতিথিকে নৌকা প্রতীকের ফুল গুচ্ছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে খালিদ মাহমুদ চৌধুরী এমপি আসন্ন দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে সরকারী অনুদান বিতন করেন। এ সময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খাইরুম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবুসহ অন্যান্য অতিথি ও আ’লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২, তারিখঃ ০১-১০-২০১৪।