বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরলে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে বিরল উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল খায়রুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুজ্জামান, বিরল প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হক শামু, সাধারণ সম্পাদক আতিউর রহমান প্রমূখ। উল্লেখ্য, এবার উপজেলায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিরল খাদ্য গুদামে ১৩৯১.৯৫০ মে.টন. চাল ও মঙ্গলপুর খাদ্য গুদামে ১০০১.০৫০ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।