
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বিপুল পরিমান পোষ্টার, জিহাদী বই এবং উপজেলা শাখা দক্ষিন অঞ্চলের ইসলামী ছাত্র শিবিরের সভাপতিসহ ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিরল উপজেলা পরিষদের সামনের রাসত্মা দিয়ে মটর সাইকেল যোগে আসার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে বিরল থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাজ থেকে সাতক্ষীরার কান্না শিরোনামের বিপুল পরিমান পোষ্টার, বিভিন্ন প্রকার জঙ্গী ও জিহাদী বই যেমন ছাত্র সংবাদ মে দিবসের ভাবনা, তাফহীমুল কুরআন, পথ ও পাথেয় ব্যাক্তি গত রিপর্ট বই, ছাত্র শিবিরের সংবিধান, চাঁদা আদায়ের রশীদ, ইংরেজি বই প্রাসপ্রাক্টিস, ইয়োথওয়াভ ডায়রী, ৩টি মোবাইল ফোন, নোট বুক, ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটক কৃতরা হলো, উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের খইড় উদ্দীনের পুত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরল উপজেলা শাখার দক্ষিন অঞ্চলের সভাপতি তাজমুল ইসলাম (২৪), একই গ্রামের মোকসেদ আলীর পুত্র শহরগ্রাম ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (২৩) ও সেলিম রেজার পুত্র ইসলামী ছাত্র শিবিরের কর্মী তানজিমুল ইসলাম (১৯)।
তারা জানায়, বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির আফজালুল আনামের নির্দেশে এসব বই ও পোষ্টার দিনাজপুর শহর থেকে নিয়ে এসে বিরলের ইউনিয়ন সংগঠন গুলিকে দেয়া হচ্ছিল। তাদেরমত অঙ্গ সংগঠন মহিলা জামাত, ছাত্রী সংঘ, শ্রমিক কল্যান ফেডারেশন, আদর্শ শিক্ষা, মসজিদ মিশন, চাষী কল্যাণ সমিতি, আইনজিবী ফোরাম ও ডক্টরস ফোরাম এই পোষ্টার ও জিহাদী বই বিতরণের কাজ করছে।
পুলিশ জানায়, তাজমুলের বিরুদ্ধে একাধীক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছিল।