
তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকে : ‘‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’’ শ্লোগানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিরলে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৫ উদযাপিত হয়েছে।
রোববার বিকালে বিরলের মঙ্গলপুর ইউপি’র বাল্য বিবাহ মুক্ত গ্রাম সীজগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৫ উদযাপন ও বাল্য বিবাহমুক্ত গ্রাম ঘোষনা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম সীজগ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন। আলোচনা সভায় কমলকুড়ি মহিলা ও শিশু কল্যাণ সমিতির সভাপতি মালতি মহন্ত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমলা মহন্ত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমূখ। বক্তারা জাতীয় কন্যা শিশু দিবসের গুরুত্বারোপ করে বিভিন্ন আলোচনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরে সীজগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ করতে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতার কথা স্মরণ করিয়ে আগামীতে পুরো মঙ্গলপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করতে সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।