সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ডলার ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ

সুবল রায়, বিরল : দিনাজপুরের বিরল থানায় দিন রাত চলছে ধরা-ছাড়ার (গ্রেফতার) বানিজ্য। ধর্ষককে ছেড়ে দেয়ার পর এবার মোটা অংকের টাকার বিনিময়ে প্রায় ১৮ ঘন্টা থানা হাজতে আটক রাখার পর ডলার ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

জানা গেছে, বিরল পৌর এলাকার উত্তর রবিপুর গ্রামের মসি উদ্দীনের পুত্র জাহাঙ্গীর (৩২) কে ডলার ব্যবসায়ী সন্দেহে বিরল থানার উপ-পরিদর্শক রুহুল আমীন ও সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক রিমেল আহমেদ মানিক গত শুক্রবার সন্ধ্যায় রেলঘুমটি এলাকার ছাত্তারের দোকানের সামনে থেকে আটক করে থানায় নিয়ে আসে। জাহাঙ্গীরকে রাত ব্যাপী থানায় আটক রাখার পর পরদিন শনিবার সকালে মোটা অংকের টাকার বিনিময়ে প্রায় ১৮ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে উপ-পরিদর্শক রম্নহুল আমীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কোন কিছু না পাওয়ায় অফিসার ইনচার্জের সাথে আলোচনা করে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে ধর্ষিতার ইজ্জতের মূল্য নির্ধারণ করে ধর্ষককে থানা হাজত থেকে ছেড়ে দেয়ার পর আবারো ডলার ব্যবসায়ীকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ায় থানা পুলিশের কার্যক্রমে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জকে অন্যত্র বদলী করে থানা পুলিশের এহেন কার্যক্রমের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশিস্নষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

 

প্রেরক-সুবল রায়, বিরল

দিনাজপুর

মোবাইল নং-০১৭১৪৫৫৭৮৪৯,

Spread the love