বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে তাঁতীদলের আয়োজনে গণতন্ত্র মুক্ত দিবস পালিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥ বিরলে জাতীয়তাবাদী তাঁতীদলের আয়োজনে ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্ত দিবস-২০১৪ পালন করা হয়েছে।
শনিবার বিকালে দিবসটি উপলড়্গে উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আশাদুল হক হিরার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা তাঁতীদলের যুগ্ন-আহ্বায়ক আব্দুস সামাদ পুলক, ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সাত্তার, ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান আলী,সদও ইউপি তাঁতীদলের যুগ্ন-আহ্বায়ক জহুরুল ইসলাম আম্বলিয়া, নুরজামাল হোসেন, ধামইর ইউপি তাঁতীদলের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমূখ। বক্তারা আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল অপরাজনীতি ও অপশাসন দূর করতে এবং আন্দোলন কর্মসূচী সফল করতে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love