মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : ওয়েষ্ট বাংলাদেশ মিশনের সেভেনডে এ্যাডভেন্টিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে খৃীষ্টান ধর্মাবলম্বীদের গুরম্নত্বপূর্ণ কয়েকটি চার্চ বিক্রির পায়তারা ফাঁস হয়ে যাওয়ায় ফুঁসে উঠেছে বিরল উপজেলার খৃষ্টীন ধর্মাবলম্বী জনগন। দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকারী চার্চের পালকদের সরিয়ে দিতে নানা রকমের হয়রানী ও মানষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। বিরল কেন্দ্রীয় এসডিএ চার্চের পালককে সরাতে মিশন কর্তৃপক্ষ ইউপি চেয়ারম্যানের স্মরানাপন্ন হওয়ায় বিষয়টি এলাকায় গুঞ্জন রয়েছে।
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পৌরশহরের কেন্দ্রীয় শংকরপুর এসডিএ মুভমেন্ট চার্চের পালক মি. দিনেশ রায় বিগত প্রায় ১৫ বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি ওই চার্চের জমি স্থাপনাসহ ওয়েষ্ট বাংলাদেশ মিশনের কতিপয় কর্মকর্তা বিক্রয়ের জন্য গ্রাহক খুজতে থাকায় পালক এর প্রতিবাদ জানান। ফলে মিশন কর্তৃপক্ষ ওই পালককে অন্যত্র বদলী করে। তদুপরী পালক ধর্মীয় রীতি রেওয়াজ মেনে চার্চের মধ্যেই অবস্থান করায় মিশন কর্তৃপক্ষ প্রথমে বিরল থানা ও পরে ইউপি চেয়ারম্যানের স্মরনাপন্ন হলে বিষয়টি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার দুপুরে বিরল সদর ইউনিয়ন পরিষদে এ ব্যাপারে বৈঠক বসলে বিরল কেন্দ্রীয় শংকরপুর এসডিএ চার্চ, বালাপুকুর ও জিনইর এসডিএ চার্চ বিক্রির পায়তারা প্রকাশ পাওয়ায় উপজেলার খৃষ্টান ধর্মাবলম্বী জনগণ ওয়েষ্ট বাংলাদেশ মিশনের সেভেনডে এ্যাডভেন্টিষ্ট কর্মকর্তাদের উপর চড়াও হয়।
পরে বিষয়টি আদালতের মাধ্যমে নিরসনের প্রসত্মাব দেয়া হলে উপস্থিত সকলে শামত্ম হয়। আমত্মর্জাতিক খৃষ্টান সম্প্রদায় ও বাংলাদেশ সেভেনডে এ্যাডভেন্টিষ্ট ইউনিয়ন মিশন ঢাকা’র উর্দ্ধতন কর্মকর্তা, জিও, এনজিও, মানবাধিকার সংগঠনসহ সংশিস্নষ্ট সকলকে সুষ্ঠু তদমেত্মর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ধর্মীয় চার্চ রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন উপজেলার খৃষ্টান ধর্মাবলম্বী জনগন।