বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরলে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরল থানার এক পুলিশ কন্সটেবলের স্ত্রী গলায় ফাঁস লঅগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে রংপুরের মিঠাপুকুর থানার মোয়াজ্জেম হোসেন মার্জুর পুত্র বিরল থানার পুলিশ কন্সটেবল জুলফিকার আলী মুকুল এর স্ত্রী মঞ্জুয়ারা বেগম (২৪) শয়ন ঘরের ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে নিহতর পিতা রংপুর জেলার মিঠাপুকুর থানার ধোলাকান্ত গ্রামের মোক্তার হোসেন পরিবারের লোকজনসহ লাশ দাফনের জন্য গ্রামের বাড়ীতে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সরকার জানান, ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।