সুবল রায় : দিনাজপুরের বিরলে বিশেষ অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ভারতীয় ২২০ বোতল ফেনসিডিলসহ গৃহকর্ত্রী ও ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আব্দুল জলিলের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম শরিফ ও বিরল থানার এএসআই মিজানুর রহমান-২ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ভান্ডারা ইউপির দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির ভিতরে বিশেষভাবে রাখা ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ ওই বাড়ির গৃহকর্ত্রী রহিমা বেগম (৪০) ও ফেনসিডিল নিতে আসা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালিতলা গ্রামের মৃতঃ আনিছুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ আলী মানিককে (৩৫) আটক করে।