দিনাজপুরের বিরলে আজ সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিষদ চত্বরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সরকার, অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাষ্টার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি কামরুজ্জামান কামু, পুজা উদযাপনের প্রচার সম্পাদক সাংবাদিক সুবল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিরলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
Please follow and like us: