দিনাজপুর প্রতিনিধি : বিরলে বাংলাদেশ চারণ কবি সংঘের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী প্রেসক্লাব ও হামেরা দিনাজপুরিয়া সংগঠন চত্বরে সংঘের সভাপতি এম, এ কুদ্দুস সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি দিনাজপুরের বীরগঞ্জ থেকে আসা সনাতন জ্ঞান তাপস আশ্রমের অধ্যক্ষ বাবু শ্রী কামেত্মশ্বর রায়। তিনি তার জ্ঞানগর্ব বক্তব্যে বলেন, চারণ কবিরা সমাজের এক শ্রেনীর পথ প্রদর্শক। তারা বিভিন্ন ধর্মের উপরে বাসত্মবমূখী গভীর জ্ঞান অর্জন করে গ্রাম বাংলার ঐতিহ্য কবিগান পরিবেশন করে মানুষের মনিকোটায় স্থান করে নিয়েছে। তাদের কথা ও সুরমূর্চ্ছনা মানুষ সহজে বুঝতে এবং উপলব্ধি করতে পারে। এ চারণ কবিদের দিন বদলের সাথে সাথে আরো সামনের দিকে অগ্রসর হতে হবে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চারণ কবি সংঘের সহ-সভাপতি অজিত কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক দীনেশ চন্দ্র সরকার, সহ-মহিলা সম্পাদিকা মালতি রাণী সরকার, দপ্তর সম্পাদক জীতেন্দ্র নাথ সরকার, কার্যকরী সদস্য লিটন সিংহ, সদস্য কাজল রাণী সরকার, চিত্ত রঞ্জন সরকার, মাহফুজুল আলম বাবু সরকার, লিপি সরকার, সকিন সরকার, বাবুল সরকার, মানিক সরকার, রাজকুমার দেব, দিপক সিংহ সরকার, বিনোদ দাস, সদেব ভুঞ্জার, ধীরেন ভহঞ্জার ও বিপস্নব মহমত্ম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংঘের সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে সকল সদস্য ঐক্যমতের ভিত্তিতে সকল সমস্যা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চারণ কবিদের যোগাযোগ সহজ লভ্যতার জন্য শাখা অফিস খোলার জন্য সিদ্ধান্ত নিলে সভাপতি এম, এ কুদ্দুস সরকার তার সমাপনি ভাষণে দিনাজপুর জেলার বীরগঞ্জ, বোচাগঞ্জ, কাহারোল ও চিরির বন্দর উপজেলায় শাখা অফিস ঘোষণা করে ঐ সমস্ত এলাকার সদস্যদের সংশ্লিষ্ট শাখা অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানান। তিনি বলেন, আমাদের সকল ভাল কাজের সাথে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিরল-বোচাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব, খালিদ মাহ্মূদ চৌধূরী আছেন। তিনি এ বাংলাদেশ চারণ কবি সংঘের প্রধান পৃষ্টপোষক। আমরা তার সানিমধ্য পেয়ে ইতিমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছি। আমাদের মনবোল ঠিক থাকলে অবশ্যই একদিন এ চারণ কবি সংঘ সমগ্র দেশে প্রসার লাভ করে চারণ কবিদের মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।