
সুবল রায়, বিরলঃ দিনাজপুরের বিরলে গতকাল রবিবার বিকালে উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ফুলবাড়ী হাট প্রাঙ্গনে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে সাধারণ জনগণের উপর পেট্রোল বোমা নিক্ষেভ ও আগুনে পুরিয়ে মারার প্রতিবাদে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খাদেমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, আওয়ামী যুববিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, আ’লীগের সদস্য ও হামেরা দিনাজপুরিয়া সংগঠনের সভাপতি এমএ কুদ্দুস সরকার, মহিলালীগের সভানেত্রী কুলছুমা বেগম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম রবি, যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি কামরুজামান কামু, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, ছাত্রলীগের আহবায়ক নুর জামান প্রমুখ বক্তব্য রাখেন। জনসভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহেদ আলী।
প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতেই ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। তার নির্দেশেই বিএনপি-জামায়াতসহ ২০ দলের ক্যাডাররা মানুষ হত্যা শুরু করে। এ সময় হামলা চালিয়ে ও অগ্নি সংযোগ করে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ধ্বংস করে।
জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই খালেদা জিয়াও নির্বাচনে আসেননি। কারণ বিএনপি জামায়াত একে অপরের বন্ধু। বন্ধুকে ছাড়া খালেদা কীভাবে নির্বাচনে যাবেন? বন্ধুর মন রক্ষা করতে নির্বাচনে না গিয়ে এখন সহিংসতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করছেন বলেও বক্তারা দাবি করেন।