
আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ এন একটিভিটিজ অফ খ্রীষ্টিয়ান ইউথ এইড অফ বাংলাদেশ এর আয়োজনে বিরলের ধামইর ইউপি’র নেহালগ্রামে ব্লেসিং অফ লেভেনসুম মেথোডিস্ট স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশীদ, ঢাকাস্থ ডিনোমিনেশন প্রধান মি. বায়রন বালা প্রমূখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।