
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গত শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে প্রায় ২ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী ভদ্রকালী মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি শ্রী ধীরেন্দ্র চন্দ্র রায় উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা করেন। এসময় বিরল প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা শাখার প্রচার সম্পাদক ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি সুবল রায়, মন্দির কমিটির সেবায়েত বিধান চন্দ্র মন্ডল, সদস্য অবিনাস চন্দ্র, নিশি কান্ত রায়, বিজয় চন্দ্রসহ সকল সদস্য ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।