বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে মাচাং এর উপরে সবজি চাষ করে রিতিমত তাক লাগিয়ে দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে নিজস্ব উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে মাচাং এর উপরে সবজি চাষ করে রিতিমত তাক লাগিয়ে দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিরল-দিনাজপুর সড়কের ঢেলপীর তেতুঁল তোলা নামক স্থানে এবং ধুকুরঝাড়ী-দিনাজপুর সড়কের বাজনাহার নামক স্থানে সড়কের পাশে অনাবাদি পতিত জমিতে মাচাং করে কৃষি অধিদপ্তরের নিজ উদ্যোগে এ সবজি চাষ করা হচ্ছে। সবজির মধ্যে রয়েছে, শিম, পটল, ঝিঙ্গা, বরবটি ও লাউ। সড়কের পাশে অনাবাদি খাল ও পতিত জমিতে বিশেষ কৌশলে এ সবজি চাষ হবার কারণে অনেকে উৎসুক হয়ে সবজি আবাদ দেখতে আসছে। বিরল-দিনাজপুর ও ধুকুরঝাড়ী-দিনাজপুর সড়কে যাতায়াতে চোখে পড়বে এসব সবজি চাষ। স্বল্প ব্যায়ে ৩টি বাঁশের খুটি আাঁড়া-আঁড়ি ভাবে মাটিতে পুতে মাচাং তৈরী করা হয়েছে। এরপর রশি দিয়ে খুটি গুলো শক্ত করে বেঁধে একটি বস্তায় কিছু সারালো মাটি ভরে ঐ মাচাং এর উপরে দিয়ে বুনা হয়েছে বিভিন্ন সবজির বীজ। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান ইমাম জানান, কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা নিজে এ উদ্যোগ গ্রহন করেছি। আমরা চাই বিরল উপজেলার যেন একটু মাটির কোণাও এমনি এমনি পড়ে না থাকে। অনাবাদি পতিত, খাল, পানির উপরে বা পরিত্যাক্ত জমিতে এ ভাবে মাচাং তৈরী করে বিভিন্ন সবজির আবাদ করা যায়। এসব সবজির উপকার ভোগী কে হবেন জানতে চাওয়া হলে তিনি জানান, সবজির বাগানের সংলগ্ন জমির মালিক বা কৃষকরাই এই সবজি গুলির উপকার ভোগী। তারাই এই সবজি গুলি পাবে। আমরা শুধু পরামর্শ দিয়ে যাবো।

Spread the love