তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ বিরলের পল্লীতে বন্ধুদের সাথে খেলার সময় অসাবধানতা বশতঃ বিষাক্ত সাপের দংশনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিচয়ে জানা গেছে, সে বিরল উপজেলার বিজোড়া ইউপি’র বিস্তইড় গ্রামের মজলুম এর পুত্র মুন্না (৭)। মঙ্গলবার বিকালে শিশুটি সমবয়সীদের সাথে বাড়ীর পাশে খেলার সময় বিষাক্ত সাপে দংশন করায় সন্ধ্যায় অসূস্থ্যবোধ করায় বাড়ীতে ফিরার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।