সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে সামাজিক বনায়নে সুফলভোগির তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ বিরলে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন সড়কে সৃজিত বাগানে সমাজের বিত্তবান ব্যাক্তিদের নাম সুফলভোগির তালিকায়। সামাজিক বনায়ন এলাকার হত-দরিদ্র অসচ্ছল পরিবার গুলো বঞ্চিত। ফলে সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের গৃহিত দারিদ্র দুরীকরন প্রকল্প স্বজনপ্রীতির কারনে হত-দরিদ্রদের কোন কাজে আসছে না। বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার কাছে অস্বচ্ছল পরিবারের সদস্যদের প্রশ্ন ! কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন কি ?

তথ্যানুসন্ধানে জানা গেছে, বিগত ২০০৪ সালে বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নে ৩ টি সড়কে সামাজিক বন বিভাগের তত্বাবোধানে সামাজিক বনায়নের আওতায় বাগান সৃজন করা হয়। বাগানের আশপাশের হত-দরিদ্র অসচ্ছল পরিবারের লোকজনদের সুফলভোগি সদস্য নির্বাচন করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সমাজের বিত্তবানদের পরিবারের সদস্যদের সুফলভোগির নাম তালিকা করা হয়েছে। যেমন, ৩নং ধামইর ইউনিয়নের সীপাহী মোড় হতে চৈতন্য দীঘি পর্যন্ত, সীপাহী মোড় হতে ঘাট পর্যন্ত এবং মাটিয়ান হতে সীপাহী ঘাট পর্যমত্ম এ ৩ টি সড়কে সৃজিত সামাজিক বনায়নের সুফলভোগি সদস্য নির্বাচন করা হয়েছে স্বজনপ্রীতির মাধ্যমে। ৩নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের একই পরিবারের একাধিক সদস্য ও ৯নং মঙ্গলপুর ইউনিয়নের একই পরিবারের একাধিক সদস্য। ৩ টি প্রকল্পে ২ টি পরিবারের ১৫ জনের নাম সুফলভোগির তালিকায় রয়েছে ২০০৪ সালের ১ জুলাই চুক্তিনামায়। সৃজিত সামাজিক বনায়নের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এখন এসব তথ্য বেড়িয়ে আসতে শুরু করেছে।

এ ছাড়াও উপজেলার ৫নং বিরল ইউনিয়নের রবিপুর হতে ব্রর্ম্মপুর সড়কে সৃজিত সামাজিক বনায়নে স্বজনপ্রীতির মাধ্যমে একই পরিবারের ৮ জন সুফলভোগির তালিকায় নাম রয়েছে বলেও সুর্নিদিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এমনকি ২০০৩-২০০৪ অর্থ বছরে সৃজিত সামাজিক বনায়নের সময় ঐ সমাজের বিত্তবান পরিবারের শিশুর নাম সুফলভোগির তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। সামাজিক বনায়নের মেয়াদ উত্তীর্ন হওয়ায় দীর্ঘদিনের ঘাপটি মেড়ে থাকা এসব তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।

সামাজিক বন বিভাগের বিধিমালা অনুযায়ী একই পরিবারের ২ জন সুফলভোগির সদস্য হতে পাতে পারবে। কিন্তু সরকারের বিধিমালা লংঘন করে কোন ক্ষমতা বলে একই পরিবারের ৭/৮ জনের নাম সুফলভোগির তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠ্য তদন্ত সাপেক্ষে এসব অনিয়মের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণসহ ঐসব সুফলভোগিদের তালিকা থেকে সমাজের বিত্তবানদের নাম বাদ দেয়ার ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সচেতন মহল বিভাগীয় বন বিভাগ, দিনাজপুর এর উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু-হস্তক্ষেপ কামনা করেছেন।