দিনাজপুর প্রতিনিধি : বিরল উপজেলার ধামইর ইউনিয়নে ধামইর গ্রামে জগদীশ চন্দ্র রায় এর পৈত্তিক সূত্রে প্রাপ্ত ২২ শতক জমির উপর ভূট্টা গাছ কেটে নিয়ে অবৈধভাবে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা। যে কোন মূহুর্তে বড় ধরনের রক্ষক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসীর ধারনা।
জগদীশ চন্দ্র রায় পৈত্তিক সূত্রে ২২ শতক জমি পেয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। তিনি জমির খারিজ খাজনা সহ বর্তমান সেটেলমেন্ট ও তার নামে রয়েছে। তার পরেও প্রতিবেশী প্রতিপক্ষ ফনিক্স চন্দ্র রায়, দীনেশ চন্দ্র রায়, টেপরু (আয় চরণ), ক্ষিতিশ চন্দ্র রায়, মন্টু চন্দ্র রায় জোরপূর্বক উক্ত জমিতে গিয়ে জগদীশ চন্দ্র রায়ের ভূট্টার গাছ কেটে ফেলে জমি দখলের পায়তারা শুরু করলে গত শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ইউপি সচিবের সভাপতিত্বে সালিশ বৈঠক বসে। বৈঠকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পেরে প্রতিবেশী প্রতিপক্ষরা জগদীশকে প্রাণে মারার হুমকি দিলে এবং অপ্রিতিকর ঘটনার পরিবেশ সৃষ্টি করলে সভাপতি বিচার ছেড়ে চলে যান। জগদীশ জীবনের নিরাপত্তা ও তার জমি দখল হয়ে যাবার ভয়ে অবিলম্বে আদালতে যাওয়ার জন্য সকল প্রকার প্রস্ত্ততি গ্রহণ করেছেন বলে জানা যায়।