বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে স্কুলশিক্ষক শ্রীঘরে

বিরল (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জীবন বাঁচাতে পুলিশ ডেকে এক স্কুলশিক্ষক নিজেই এখন শ্রীঘরে।
জানা গেছে, গত সোমবার বিকালে উপজেলার ধর্ম্মপুর ইউপির কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম তার বাড়ীর পাশে পূর্নভবা নদীর পাড়ে একাকি অবস্থান করার সময় পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান নূর ইসলাম ও তার লোকজন সন্ত্রাসী কায়দায় মারপিট করতে করতে নিয়ে যেতে থাকলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সেলিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে বিরল থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ শিক্ষক সেলিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে শিক্ষক সেলিমের বিরুদ্ধে দুদকে একটি মামলা তদন্তাধীন থাকায় তাকে গতকাল মঙ্গলবার সকালে ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love