বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ৫ লাখ টাকার পে-অর্ডার জালিয়াতির অভিযোগ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বিরলে পে-অর্ডার জালিয়াতি করে হাট বাজার-ইজারা বন্দোসত্ম কমিটির চোখে ধুলা দিয়ে হাট ইজারা নিলেও পে-অর্ডার ভাঙ্গাতে গেলে রুপালী ব্যাংক লিমিটেড বিরল শাখা ব্যবস্থাপকের হাতে জালিয়াতি করা পে-অর্ডার ধরা পড়ে। ব্যাংকের ব্যবস্থাপক পে-অর্ডার জালিয়াতির ঘটনা নিশ্চিত করেছেন। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিরল পৌরসভার একমাত্র বিরল হাট-বাজার ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করা হয়। এরই প্রেক্ষিতে বিরল উপজেলার জসরাল গ্রামের আফজাল হোসেনের পুত্র মোকারম হোসেন পান্না ইজারা দরপত্র ক্রয় করে। পরবর্তীতে ৮ লাখ ৫২ হাজার টাকায় সর্বোচ্চ দরে ইজারা গ্রহন করেন। এ টাকা পরিশোধের জন্য মোকারম হোসেন পান্নার ছোট ভাই মোশারফ হোসেন মানিকের নামে রুপালী ব্যাংক লিমিটেড বিরল শাখায় ২০০ ও ৩০০ টাকার পৃথক দু’টি পে-অর্ডার করা হয়। উক্ত পে-অর্ডার দু’টিতে জালিয়াতি করে যথাক্রমে ২ লাখ ও ৩ লাখ টাকা দেখিয়ে ইজারা গ্রহনকারী হাট-বাজার ইজারা বন্দোবস্ত কমিটির নিকট দাখিল করেন।

বিরল পৌরসভা কর্তৃপক্ষ ওই পে-অর্ডার দু’টি কালেকশনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড বিরল শাখায় জমা দিলে গতকাল সোমবার সোনালী ব্যাংক উক্ত পে-অর্ডার কালেকশনের জন্য রুপালী ব্যাংক বিরল শাখায় দিলে ব্যাংকের ব্যবস্থাপকের সন্দেহ হলে পে-অর্ডার দু’টি আটক করে রাখেন।

এ ব্যাপারে মোশারফ হোসেন মানিকের ০১৭১৩৭১২৭১৮ নং নম্বরে ফোন করা হলে রিসিভ না করায় তাঁর মতামত জানা যায়নি। তবে রুপালী ব্যাংক বিরল শাখার ব্যাবস্থাপক শাহ্ সুফিয়ান জালিয়াতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিরল পৌর প্রশাসক ও ইউএনও আব্দুল্লাহ আল খায়রুম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে পে-অর্ডার জালিয়াতির সাথে জড়িত ব্যক্তির বিরম্নদ্ধে মামলার পরামর্শ দিয়েছেন। পে-অর্ডার জালিয়াতির বিষয় ব্যাংক লিখিতভাবে অবহিত করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। এ রির্পোট লেখা পর্যন্ত জালিয়াতির পে-অর্ডার দু’টি ব্যবস্থাপকের সংরক্ষনে ছিল।

Spread the love