আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : রোববার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রতিনিধিবৃন্দের সহযোগিতায় ৫ নং বিরল ইউনিয়নে শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র ম্যানেজার মি. সুজিত কসত্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপসিত্মত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর। বিভিন্ন গ্রাম পর্যায়ের কমিটি সমূহের উপস্থিতিতে ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটি গঠন হওয়ায় শিমুদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য শিশু বিবাহ বন্ধে, শিক্ষা সচেতনতায়, স্বাস্থ্য সচেতনতায়, বিকাশ ও মতামত প্রকাশে, শিশু অদিকার আদায়ে, নির্যাতন বন্ধে, শিশু শ্রম বন্ধে, শিশুদের সাথে নিয়ে কাজ করবে। এই কমিটির সভাপতি হিসাবে বিরল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আরও বিবিন্ন পদে কাজী, ইমাম, হিন্দু ধর্মীয় নেতা ও ইউপি সচিব, ইউপি সদস্যগণ, গ্রাম কমিটির প্রতিনিধিগণ, এবং চাইল্ড ফোরামের শিশু প্রতিনিদিগণও রয়েছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এই শিশু সুরক্ষা কমিটি গঠনের পর উপজেরা পর্যায়েও এই কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র কর্মকর্তাবৃন্দ জানান।