
৩১ মার্চ আসন্ন উপজেলা নির্বাচনে বিরল উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ এর প্রার্থী মনোনয়ন চুড়ান্ত হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বাবু শ্রী সতীশ চন্দ্র রায় এর পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ডা. মানবেন্দ্র রায় (মানব), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও হামেরা দিনাজপুরিয়া সংগঠনের সভাপতি সাংবাদিক এম.এ.কুদ্দুস সরকার ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) লায়লা আরজুমান্দ বানুকে দলের বর্ধিত সভা শেষে চুড়ান্ত ভাবে মনোনীত করা হয়েছে। অপরদিকে, অন্যান্য দলগুলোর প্রার্থী চুড়ান্ত না হওয়ায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন, জেলা জাতীয় পার্টির যুগ্ন-সম্পাদক এ্যাড. সূধীর চন্দ্র শীল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও বিরল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির নেতা ও শহরগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আজিমপুর ইউপি চেয়ারম্যান আ.ন.ম. বজলুর রশীদ কালু, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আফজালুল আনাম প্রমূখ দলের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সভাপতি রোস্তম আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, যুবনেতা আরমান আলী, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান এর বোন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিন্নাত আরা, সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম, সমাজসেবী আফরোজা বেগম এর নাম শোনা যাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের পক্ষে চেয়ারম্যান পদে ডা. মানবেন্দ্র রায় (মানব) চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও হামেরা দিনাজপুরিয়া সংগঠনের সভাপতি সাংবাদিক এম.এ.কুদ্দুস সরকার ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) লায়লা আরজুমান্দ বানুকে প্রার্থী মনোনীত করায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মনোনীত প্রার্থী ত্রয়কে এক বার্তায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দকে ঐক্যবদ্ধভাবে বিজয়ের লক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।