বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরল উপজেলা স্কাউট সমাবেশ এর শুভ উদ্বোধন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে (৯-১৩ এপ্রিল) ৫ দিন ব্যাপী ৪র্থ বিরল উপজেলা স্কাউট সমাবেশ-২০১৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে৷ বৃহষ্পতিবার সন্ধ্যায় বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিরল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, বিরল উপজেলা শাখা’র ব্যবস্থাপনায় উপলো নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি হিসাবে সমাবেশ এর শুভ উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস, বিরল উপজেলা শাখা’র সম্পাদক মঞ্জুরুল হাসান দুলু৷ অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন, স্কাউট ক্যাম্প চীফ আমিনুল হক, বিরল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ফরহাদ হোসেন, ফরক্কাবাদ এনআই স্কুল এন্ড কলেজ এর শরীরচর্চা শিক্ষক খালেদুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুজ্জামান মিলন, বিরল ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক লতিফুর রহমান, বিরল আলিম মাদ্রাসার স্কাউট শিক্ষক হবিবর রহমান, বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক আক্কাস আলী প্রমূখ৷