তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ সামাজিক সুরক্ষা ও কৃষি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসংগঠনের উপজেলা সমন্বয় কমিটি ও শহরগ্রাম জনসংগঠনের যৌথ আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট (সিডিএ) এর সহযোগিতায় শুক্রবার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরগ্রাম জনসংগঠনের কার্যালয় হতে র্যালীটি বের হয়ে বাবুর বাজার পরিদর্শন শেষে এক আলোচনা সভায় ৪নং শহরগ্রাম ইউপি’র সদস্য লিয়াকত আলী, মহিলা সদস্য মনছুরা বেগম, পল্লী চিকিৎসক ডাঃ ইাজাহার আলী, জনসংগঠনের জেলা সমন্বয় কমিটির নির্বাহী সদস্য লুৎফর রহমান, থানা সমন্বয় কমিটির সভাপ্রধান বশির উদ্দীন, জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান নিরঞ্জনী রায়, সিডিএ’র ব্যবস্থাপক (বাস্তবায়ন) আব্দুল জববার, ব্যবস্থাপক (নারী উন্নয়ন) ফরিদা পারভীন, অধিপরামর্শ-সমন্বয়কারী মনোয়ারা পারভীন, আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান, গ্রাম সহায়ক সন্তোষ রায়, আনোয়ারুল ইসলাম, পরিমল রায়, শান্তনা রায় বক্তব্য রাখেন। অপরদিকে, শনিবার বোচাগঞ্জ উপজেলার বাতাসন বৈরাগী বাজারে দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভায় জনসংগঠনের উপজেলা সমন্বয় কমিটির সভাপ্রধান মানিক অধিকারী, সমাজ সেবক আল মামুন, বীরমুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র রায়, ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপ্রধান সভয় চন্দ্র রায় সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন। বক্তরা গ্রামীণ নারী উন্নয়ন ও খাদ্য নিরাপত্তাসহ আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন ।