
আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ উত্তর জনপদের দিনাজপুর জেলার সুপরিচিত বিরল উপজেলার অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মানসে স্থানীয় কয়েকজন শিক্ষনুরাগী ব্যাক্তি এ কলেজটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। মহান স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। তাঁরই উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই কলেজটি পরবর্তী (২য়) পর্যায়ে জাতীয়করণের আশায় অপেক্ষার প্রহর গুণছে বিরলবাসী। সমগ্র বিরলবাসী জাতীয় করণের ঘোষনার অপেক্ষায় বুকভরা আশা নিয়ে তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন এই অঞ্চলের উন্নয়নের কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ সংশ্লিষ্টদের প্রতি।
শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব কাউসার নাসরিনের স্বাক্ষরিত এক পত্র মারফত জানা গেছে, দিনাজপুর জেলার বিরল উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিরল ডিগ্রী কলেজের নাম জাতীয়করণের প্রথম তালিকার পঞ্চম নম্বরে স্থান পায়। কিন্তু প্রথম দফায় ঘোষিত জাতীয়করণের তালিকাভুক্ত ১৯৯ টি কলেজের মধ্যে বিরল ডিগ্রী কলেজের নাম স্থান না পেলেও পরবর্তী (২য়) পর্যায়ে ঘোষিত জাতীয়করণ কলেজের তালিকায় বিরল ডিগ্রী কলেজের নাম থাকবে বলে শতভাগ আশাবাদি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাঃ মনিমুল হকসহ সমগ্র বিরলবাসী।
বিরল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৪৪ বছর পার করতে চলেছে। বর্তমান সরকারের আমলে জাতীয়করণের সম্ভাব্য তালিকায় পঞ্চম স্থানে বিরল ডিগ্রী কলেজের নাম উঠে আসায় বিরলবাসীর বুক ভরে ওঠে। ইতিমধ্যে সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ৫ টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে কলেজটিতে। বর্তমানে এই কলেজে ১১৯১ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। এর মধ্যে অনার্সে ১ম বর্ষে ১৩৩ জন, ২য় বর্ষে ৪৯ জন, ৩য় বর্ষে ২৩ জন, এইচ এস সিতে সাধারণ বিভাগে ৪৩০ জন, বিএম শাখায় ৭৮ জন, ডিগ্রীতে ৪৭৮ জন শিক্ষার্থী পড়ালেখা করছে।
শিক্ষক কর্মচারী রয়েছে ৭৩ জন। এর মধ্যে অধ্যক্ষ পদে ১ জন ও উপাধ্যক্ষ পদে ১ জন, সহকারী অধ্যাপক পদে ৩ জন, প্রভাষক পদে ৫১ জন, , প্রদর্শক পদে ৩ জন, শরীরচর্চা শিক্ষক পদে ১ জন, লাইব্রেরিয়ান পদে ১ জন, সহকারী লাইব্রেরিয়ান পদে ১ জন, ৩য় শ্রেনীর কর্মচারী পদে ৩ জন ও ৪র্থ শ্রেনীর কর্মচারী পদে ৮ জন রয়েছে। প্রায় ৬ একর জমির উপর এ কলেজটির অবকাঠামো নির্মাণসহ প্রক্রিয়াধীন রয়েছে আধুনিক গ্রন্থাগার ও ৫তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজ। এলাকাবাসী, স্থানীয় সাংসদ ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় কলেজটি হাঁটি-হাঁটি-পাঁ-পাঁ করে এ পর্যন্ত দাঁড়িয়েছে। সকল গুণে গুণাণি¦ত হয়েও সরকারের সুদৃষ্টির আশায় থাকছে বিরলের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
এই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দ্বায়িত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তাঁরই অক্লান্ত প্রচেষ্টায় অবহেলিত বিরল উপজেলার প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নসহ বিরল ডিগ্রী কলেজ জাতীয়করণ হতে যাচ্ছে। কলেজ পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী দেশের বাইরে অবস্থান করায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অধ্যক্ষ মোহাঃ মনিমুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ১ম পর্যায়ে জাতীয়করণ তালিকায় নাম না থাকলেও আমরা হতাশ নই। দ্বিতীয় পর্যায়ে জাতীয়করণ কলেজের তালিকায় বিরল ডিগ্রী কলেজের নাম থাকবে বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।