শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরল নলদিঘী সরকারী প্রাথমিক বিদ্যায়লটি প্রধান শিক্ষকের পৈত্রিক সম্পত্তিতে পরিণত!

সুবল রায়, বিরলঃ বিরল উপজেলার ১৭ নং নলদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুকৌশলে দাতা সদস্যকে সভাপতির পদ থেকে সরিয়ে নিজের ইচ্ছামাফিক পুতুল সভাপতি তৈরী করে বিদ্যালয়টিকে পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছেন। এখন বিদ্যালয়ে অনিয়মই নিয়মে পরিনত হয়েছে। সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের পুরনো সীল কড়াই গাছ কর্তন করে সামান্য কিছু অর্থ স্কুল কোষাগারে জমা দিয়ে বাকীটি পকেটস্থ করেছেন। এভাবেই তার কাজের স্বাক্ষর রাখতে শুরু করেছেন।

সম্প্রতি সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের ১৭ নং নলদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের পরষ্পর যোগসাজসে বিদ্যালয়ের একটি পুরাতন সীল কড়াই গাছ বিক্রি করে সামান্য কিছু অর্থ জমা দেখিয়ে সমুদয় টাকা আত্মসাত করেছেন। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারম্নন-উর-রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কর্তনের সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষিকাকে নিয়মানুযায়ী গাছটি কর্তনের জন্য বলা হয়েছিল। প্রধান শিক্ষিকা শাহানা পারভীন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও সত্যতা স্বীকার করে বলেন, পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গাছ কাটা হয়েছে।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি ফজলার রহমান জানান, ইতিপূর্বে আমি বয়োজেষ্ঠ্য হওয়ায় এলাকাবাসী আমাকে আর সভাপতি হিসাবে চাইছে না জানিয়ে প্রধান শিক্ষিকা শাহানা পারভীন আমার বাড়ীতে এসে আমার নিকট কিছু কাগজে সহি স্বাক্ষর করে নিয়ে যান। পরে অভিভাবক সদস্য হারুন উর রশিদকে সভাপতি নিযুক্ত করে কমিটি গঠন করায় আমি খোঁজ নিয়ে জানতে পারি টগবগে জীবিত সীল কড়াই গাছটি কেটে ফেলা হয়েছে। গাছটির টন, খুড়ি ও অবশিষ্ট ডাল-পালা ট্রাক্টর করে সরানো হয়। সামান্য কিছু অর্থ স্কুল তহবিলে জমা দিয়ে বাকী টাকা ভাগ বাটোয়ারা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এলাকাবাসী জানান, প্রধান শিক্ষিকা তাঁর পছন্দনীয় সভাপতির বড় ভাই মাষ্টার আব্দুল মান্নানের সাথে শলা-পরামর্শ করে বিদ্যালয় পরিচালনা করেন। আব্দুল মান্নান প্রায় ১ বছর পূর্বে তাঁর কর্মস্থল দেওয়ানজীদিঘী মাদ্রাসার সহকর্মী এক শিক্ষিকার সাথে কেলেঙ্কারীতে জড়িয়ে যান। পরে মাদ্রাসায় বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এ কেলেঙ্কারীর ঘটনাটি আজও এলাকাবাসীর মুখে মুখে। এবার হয়তোবা নতুন কোন কেলেঙ্কারীর অংশ হিসাবে ছোট ভাইকে বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত করে গাছ কেটে অর্থ আত্মসাৎ করেছেন। এসবের তদমত্ম হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। সেইসাথে সরকারী স্কুলের গাছ কিভাবে সরকারের অনুমোদন ছাড়া কর্তন হলো তাও পরিস্কার হবে।

 

সুবল রায়, বিরল

দিনাজপুর

মোবাইল নং-০১৭১৪৫৫৭৮৪৯, তারিখ-২৮-১০-১৪ ইং

Spread the love