সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরল পৌরসভায় নিমণমানের সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগ উঠেছে

দিনাজপুরের বিরল পৌরসভার নাগরিকদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনগুরুত্বপুর্ণ বিভিন্ন স্থানে ৩২ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এতে ব্যায় হয় ১৭ লাখ ৩০ হাজার টাকা। ডিজিটাল সিক্রটি ওয়ার্ল্ড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি করেন। সিসি ক্যামেরা স্থাপনের দুই থেকে তিন মাসের মধ্যেই ১৭ টি ক্যামেরা বিকল হয়ে পড়েছে বলে থানা সুত্রে জানা গেছে। সিসি ক্যামেরাগুলির মনিটরিং করছে বিরল থানা পুলিশ।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বলেন, পৌর নাগরিকের জান ওমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য এসব ক্যামেরা স্থাপন করা হয়। কিন্তু স্থাপিত সিসি ক্যামেরাগুলি নিমণমানের হওয়ায় ক্যামেরায় ধারনকৃত ভিডিও চিত্র দেখে অপরাধিকে সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। ইতিমধ্যে কয়েক মাসের মধ্যে ১৭ টি ক্যামেরা বিকল হয়ে পড়েছে বলে তিনি জানান। বিরল থানায় ২ টি, হাসপাতালে ১ টি, শংকরপুর মোড়ে ৩ টি, বকুলতলা মোড়ে ৩ টি, কাচারীতে ৩টি,  উপজেলা পরিষদ চত্বর, সুইপার কলোনী, ডাকঘর, মাধমিক শিক্ষা অফিস, বিআরডিবি অফিসসহ মোট ১৭ টি ক্যামেরা প্রায় দুই মাস থেকে বিকল হয়ে পড়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

 

বিরল পৌরসভা উপসহকারি প্রকৌশলী মনিরম্নজ্জামান গতকাল সোমবার দুপুর ২ টার দিকে মুঠোফোনে জানান, চলতি অর্থ বছরের কোটশন নং-১, তারিখ-২৬/১১/২০১৫ এর মাধ্যমে ডিজিটাল সিক্রটি ওয়ার্ল্ড, ডি-১২/এ, নিউ সুপার মার্কেট, বায়তুল মোকারম, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ওয়ালিয়ার রহমান খান এ কাজটি করেছেন। গত ১৪/০১/২০১৬ ইং তারিখে চুড়ামত্ম বিল ঠিকাদারকে প্রদান করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও পৌর নাগরিকদের কয়েকজন অভিযোগ করে বলেন, সরকার পৌর শহরে জনগুরম্নত্বপুর্ণ স্থানে অপরাধ মুক্ত রাখার জন্য উপজেলা পরিষদ, থানা, ব্যাংকসহ শহরের গুরম্নত্বপুর্ণ স্থানগুলোতে ৩২ টি সিসি ক্যামেরা স্থাপন করে। এতে সরকারের ব্যায় হয় ১৭ লাখ ৩০ হাজার টাকা। কিন্তু সরকার যে উদ্যেশ্যে সিসি ক্যামেরা স্থাপন করেছেন তা নিমণমানেসর ক্যামেরা স্থাপন করায় সে উদ্দ্যেশ্য ভেসেত্ম যেতে বসেছে। সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা থেকে  দেড় দু’মাসের ব্যবধানে ৬ টি মোটর সাইকেল চুরি হয়। ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখন পর্যমর্ত্ম কোন অপরাধিকে সনাক্ত করতে পারেনি পুলিশ। ক্যামেরাগুলি পরিবর্তন করে উন্নতমানের ক্যামেরা স্থাপনের দাবি করেছেন পৌরবাসি।

 

মোটর সাইকেল চুরি হওয়ার স্থানগুলো হলো, উপজেলা পরিষদ চত্বর হতে ২ টি, সোনালী ব্যাংকের সামনে থেকে ২ টি, রূপালী ব্যাংকের সামনে থেক ১ টি এবং শংকরপুর মোড় হতে ১ টি সহ ৬ টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। প্রতিটি মোটর সাইকেল চুরির দৃশ্য ক্যামেরা ধারন রয়েছে। মোটর সাইকেল চুরির  অস্পষ্ট ফুটেজ দেখে পুলিশ এখ নপর্যমত্ম অপরাধিকে সনাক্ত করতে পারেনি। ভুক্তভোগিরা নিমণমানের সিসি ক্যামেরা পরিবর্তন করে উন্নতমানের ক্যামেরা স্থাপনের জোড়দাবি করেছেন।

 

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল খায়রুমের মুঠোফোনে গত সোমবার বিকেলে ১৭ টি সিসি ক্যামেরা বিকল হওয়ার বিষয় জানতে চাইলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে শুনেছেন বলে জানান। তিনি বিষয়টি জানার পর সংশি্লষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই ঠিকাদার ক্যামেরা গুলি এক বছর পর্যমত্ম দেখ ভাল করবেন। কোন সমস্যা দেখা দিলে তিনি (ঠিকাদার) মেরামত করে চালুর ব্যবস্থা করে দিবেন।

 

Spread the love