শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরল স্থলবন্দর চালু হলে কর্মসংস্থানসহ ব্যাপক উন্নয়ন হবে। দিনাজপুরে পর্যটন ক্ষেত্রে দ্বার উন্মোচনের সম্ভাবনা

একান্ত সাক্ষাতকারে দিনাজপুর জেলা প্রশাসক

বিরল স্থলবন্দর চালু হলে কর্মসংস্থানসহ ব্যাপক উন্নয়ন হবে দিনাজপুরে পর্যটন ক্ষেত্রে দ্বার উন্মোচনের সম্ভাবনা

 

দীর্ঘদিনের মানুষের চাওয়া বিরল স্থলবন্দর চালু এবং কামত্মজিউ মন্দির এলাকার ব্রীজটির নির্মান কাজ শেষ হলে এ এলাকার বেকারত্ব, যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নসহ পর্যটন ক্ষেত্রের দ্বার উন্মোচন হবে।

 

দিনাজপুর জেলার আইনশৃংখলা পরিস্থিতি, সমস্যা, উন্নয়নসহ বর্তমান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী দৈনিক প্রতিদিনের বার্তা সম্পাদক রিয়াজুল ইসলামের কাছে এক সাক্ষাৎকার-এ এসব তথ্য তুলে ধরেছেন।

 

প্রশ্ন- জেলার আইনশৃংখলা পরিস্থিতি কেমন ?

জেলা প্রশাসক- গত বছর সারা দেশের ন্যায় দিনাজপুরে মৌলবাদী-জঙ্গি গোষ্ঠীর তৎপরতা দেখা যায়। তাদের বিরম্নদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এর পরও আমরা সতর্ক আছি। সড়ক পথ নিরাপদ আছে। চুরি-ডাকাতি-খুন খুবই কম। শহরে মাদক বিক্রি ও সেবনে প্রতিরোধ করতে বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অন্যান্য জেলার চেয়ে এ জেলা তুলনামুলক অনেক ভাল আছে।

 

প্রশ্ন- জেলার সমস্যা ও উন্নয়নে পরিকল্পনা কি ?

জেলা প্রশাসক- দিন দিন জনসংখ্যা বাড়ছে। প্রতি জায়গায় চাপ বাড়লেও বিভিন্ন সমস্যা দুর করে শিক্ষা, যোগাযোগাগ, বেকারত্ব দুরীকরনে ব্যাপক পদক্ষেপ নেয়ায় সফলতাও আসতে শুরম্ন করেছে। শিক্ষায় গতবছরের তুলনায় প্রায় সাড়ে ৩শ জন জিপিএ বেশী পেয়েছে। বিভিন্ন স্কুল-কলেচ এর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।

যোগাযোগ ক্ষেত্রে বিরল-দিনাজপুর, হিলি-বিরামপুর, দিনাজপুর-পার্বতীপুর, হিলি-ঘোড়াঘাট সড়কগুলো আরো সংস্কার করা হবে। নবাবগঞ্জের কাজিএরামের ব্রীজের পাশের সড়ক নির্মান করা হবে। যেখানে সড়ক নির্মান হয়নি সেটাও করা হচ্ছে।

কামত্মজিউ মন্দির ব্রীজ নির্মান ২/১ মাসে শেষ হবে। ব্রীজটি নির্মান শেষ হলে এখানে পর্যটকদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে এ এলাকায় পর্যটন ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শিক্ষা, অবকাঠামোত , সামাজিক নিরাপত্তা বেষ্ঠিত, যোগাযোগসহ সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে।

দিনাজপুর শহরের ভিতর দিয়ে পয়ঃনিস্কাশনের ২টি খাল বেদখল হয়েছে। পৌরসভার সহযোগিতা পেলে খাল দখলকারীদের উচ্ছেদ ও পুনর্বাসনে সহযোগিতা করবো।

 

প্রশ্ন- মাদক, যেৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি পরিস্থিতি কেমন ?

জেলা প্রশাসক- মাদক ও মানব পাচার রোধে সীমান্ত এলাকায় জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবি’র নজরদারী বাড়ানো হয়েছে। তবে বিজিবি’র জনবল বৃদ্ধি ও সীমান্তের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে।

মাদক আসক্ত রোধে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্র বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মাদক সেবন রোধে রামসাগরসহ বিভিন্ন পয়েন্ট বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

যৌতুক-বাল্যবিবাহ বন্ধে কাজী,স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ শিক্ষার্থী, ইমামসহ সংশিস্নষ্টদের নিয়ে বিভিন্ন সময়ে সভা-সেমিনারসহ সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে। এখন বৈধভাবে কোন কাজী বাল্য বিবাহ দিচ্ছে না। আর যেসব ২/১টা হচ্ছে তা গোপনে করা হচ্ছে্ । এরপরেও সেটা বন্ধে স্থানীয় জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যখনই বাল্যবিবাহের খবর পাওয়ার সাথে সাথে প্রতিরোধ করা হচ্ছে।

 

প্রশ্ন- জেলায় যোগদানের পূর্বের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করুন ?

জেলা প্রশাসক-যে কোন কাজ বাসত্মবায়নে কৌশল নিয়ে করায় সফল হয়েছি, আমার কোন ব্যর্থতা নেই। প্রতিকুলতা সত্তেও ৫জানুয়ারী নির্বাচনের প্রক্রিয়া দিনাজপুরে সুষ্টভাবে সম্পন্ন করতে পেরেছি।দিনাজপুরে ক্রীড়া উন্নয়নে ব্যাপক সফলতা এসেছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে আরেক সাফল্য এখানে রোলার স্ক্রিট টেক করা হয়েছে। ভহমি ব্যবস্থাপনার ক্ষেত্রে সফলতা এসেছে যার সুফল মানুষ পেতে শুরম্ন করেছে।১০২টি ভুমি অফিসকে আপগ্রেড করা হয়েছে।

 

প্রশ্ন-কাজে রাজনৈতিক প্রভাব পড়ে কিনা ?

জেলা প্রশাসক- দিনাজপুরে কাজ করতে রাজনৈতিক প্রভাব নাই। বিভিন্ন কাজে সকল জনপ্রতিনিধি,এমপি-মন্ত্রির সহযোগিতায় কাজ করে যাচ্ছি ।

 

প্রশ্ন- সরকারের কাছে জেলার মানুষের জন্য চাওয়া কি ?

জেলা প্রশাসক- দিনাজপুরে শিক্ষার হার বেড়ে যাওয়ায় দিন দিন বেকারত্ব বাড়ছে। বেকারত্ব কমাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনলাইনে আয়ের জন্য ৫০০জনকে ফ্রিল্যান্স-এ আনা হচ্ছে। এজন্য ২৫০০জন আগ্রহীকে পাওয়া গেছে। তবে ৬০০জনকে আমরা প্রশিক্ষন দিব। বাজেট পেলে এটা শুরু হবে।

এ এলাকায় দীর্ঘদিনের মানুষের চাওয়া বিরল স্থলবন্দও চালু হওয়া খুবই প্রয়োজন। এটা হলে এ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভহমিকা রাখবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে।

 

জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার শিবপুর গ্রামে ১৯৬৪ সালের পহেলা জানুয়ারী জন্মগ্রহন করেন। এক ছেলে এবং দুই কন্যার জনক তিনি। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বন ও পরিবেশ বিষয়ে সণাতক (সম্মান) ও এম.এ ডিগ্রী লাভ করেন। ১৯৯৩ সালে ১১তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। গত ২০১২ সাল থেকে দিনাজপুরে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

 

 

স্বাক্ষাতকারটি গ্রহণ করেছেন-রিয়াজুল ইসলাম,দিনাজপুর।

 

Spread the love