সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরের বাল্য বিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Sisu Biaমোঃমাহাবুর রহমান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুরে চকহরিদাসপুর উচ্চ বিদ্যালয় ও চকহরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক অভিভাবক সমাবেশ হয়েছে থানা পুলিশ প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি) এর সহযোগিতায়।

২৯ সেপ্টেম্বর (সোমবার) চকহরিদাসপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তফিজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বিরামপুর থানার সেকেন্ড অফিসার শাহ আলম বাল্যবিবাহ প্রতিরোধে পিতামাতার করনীয় ও পুলিশ প্রশাসনের ভূমিকা তুলে ধরেন। বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ভূমিকা তুলে ধরেন বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল। বাল্যবিবাহ প্রতিরোধে ডিভি’র ভূমিকা তুলে ধরেন নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোরশেদ মানিক। বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় দিক নির্দেশনা তুলে ধরেন পাউসগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদের খতিব মামুনুর রশীদ, শিশুর ঝরে পড়া রোধে পিতামাতার করনীয় সম্পর্কে আলোচনা করেন  বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও হাবিবুর রহমান । শিশু সুরক্ষা ও ঝরে পড়া রোধে এলাকার সচেতন নাগরিকের ভূমিকা তুলে ধরেন প্রাক্তন শিক্ষক আফজাল হোসেন ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপির স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন টিম লিডার নরেশ মারান্ডীর পরিচালনায় এবং জাকির হোসেন মন্ডল সঞ্চালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক শামসুল ইসলাম, জামালপুর জামে মসজিদের খতিব নূর মোহম্মদ ও দেবল চন্দ্র মন্ডল। এতে ৪ শতাধিক অভিভাবক, শিক্ষক, সুধী, মিডিয়া কর্মী, এনজিও প্রতিনিধি ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন। ##

 

মোঃ মাহাবুর রহমান

প্রতিনিধি

বিরামপুর,দিনাজপুর

০১৭১৩-৬৮৬৪৫৩

Spread the love