শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে অপহৃত শিশু উদ্ধার। আটক-২

মো.মাহাবুর রহমান বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে বাপ্পী চন্দ্র মহন্ত (১০) নামের এক শিশুকে অপহরণের পর দুই লাখ টাকা দাবী করে অপহরণকারীরা।

পুলিশের অভিযান চালিয়ে অপহরণের সহযোগিতা করার অভিযোগে অমেদ আলী (৪০) ও মামনুর রশীদ (৩৭) নামের দুই ব্যক্তিকে আটক করেছে।

 

বাপ্পীর বিপ্লব চন্দ্র মহন্ত জানান, প্রতিবেশি সামছুদ্দিনের সাখাওয়াত হোসেন গত বুধবার দুপুর ১২ টার দিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাপ্পীকে মোটরসাইকেলে করে হাকিমপুরের কাকড়াবালি গ্রামে অমেদ আলীর বাসায় আটকে রাখে। সন্ধ্যা ৬টায় বাপ্পীকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা মুক্তিপন দাবী করেন।

 

ঘটনায় বিপ্লব চন্দ্র মহন্ত বৃহস্পতিবার সাখাওয়াত হোসন, মুক্তার হোসেন, অমেদ আলী, মামনুর রশীদ ও অজ্ঞাত একজনকে আসামী করে মামলা করেন।

 

বিরমাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, অপহৃতকে জীবিত উদ্ধার করতে কৌশলে মুক্তিপন নিয়ে অপহরণকারদদের সাথে দেন দরবার করতে থাকেন। এরপর ফুলবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা নামক স্থান থেকে বৃহস্পতিবার ভোর চারটায় বাপ্পীকে উদ্ধার করে।

 

অপরাধীদের ধরতে বিষয়টি গোপন রেখে এরপর বাপ্পীকে নিয়ে অমেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে অমেদ আলী ও মামনুর রশীদকে পুলিশ গ্রেফতার করে।

 

ঘটনায় বিপ্লব চন্দ্র গতকাল বৃহস্পতিবার সাখোয়াত হোসন, মুক্তার হোসেন, অমেদ আলী, মামনুর রশীদ ও অজ্ঞাত একজনকে আসামী করে মামলা করেছেন। অন্যন্য আসামীদের ধরতে অভিযান চলছে।

Spread the love