দিনাজপুরের বিরামপুর উপজেলার শতকরা মাত্র ৪২ ভাগ শিশু এবং শতকরা ৪৪ দশমিক ৪ ভাগ অভিভাক শিশু অধিকার বিষয়ে অবগত। বাল্য বিয়ের হার ২১ ভাগ। শিশু অপুষ্টির হার ৩৪ দশমিক ৯ ভাগ, জন্ম নিবন্ধন রয়েছে২৬ ভাগ শিশুর এবং প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার ৩৮ দশমিক ৪ ভাগ বলে একটি গবেষণা তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ডেভেলপ দ্যা ভিলেজ।
রোববার ৩০ মার্চ বিরামপুর উপজেলা কনফারেন্স কক্ষে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক এক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুজ্জামান আল মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। ওয়ার্ল্ড ভিশনের পর্যবেক্ষন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম এবং শিক্ষা কর্মকর্তা পল্লবী মুরমু আলোচনা সভায় গবেষণা তথ্য তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল।